শনিবারই বাজপেয়ীর স্মরণসভার আমন্ত্রণ নিয়ে সিপিএম রাজ্য দফতর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবে বিজেপি

Spread the love

শুক্রবারই বাংলার বিজেপি নেতারা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতা ভস্ম ভাসিয়েছেন গঙ্গাসাগরে। আর শনিবারই তাঁর স্মরণসভার আমন্ত্রণ নিয়ে সিপিএম রাজ্য দফতর এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবে বিজেপি। বিজেপি সূত্রে খবর, তাঁদের দুই প্রতিনিধি রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু যাবেন আলিমুদ্দিন স্ট্রিট এবং কালীঘাটে।

আগামী ২৯অগস্ট মহাজাতি সদনে বিজেপি রাজ্য কমিটির তরফে বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়রাও উপস্থিত থাকবেন ওই স্মরণ অনুষ্ঠানে।
বাজপেয়ীর মৃত্যু দিনে দিল্লির এইমস হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক শুনেই গত ১৬অগস্ট দুপুরের বিমানে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাজপেয়ী। পরের দিন তাঁর শেষ যাত্রায় মানুষের ঢল নামে রাজধানীর রাজপথে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরাও।

রাজ্য বিজেপি’র তরফে জানানো হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে অটলজির স্মরণ সভায়। সিপিএম বা তৃণমূলের তরফে কারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কৌতুহলী মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই দিন মহাজাতি সদনে যান তাহলে দীর্ঘ এক বছর ২০দিন পর মমতা-মুকুলকে দেখা যাবে এক সভায়। গত বছর ৯অগস্ট ভারত ছাড়ো দিবসে মেদিনীপুর কলিজিয়েট মাঠে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। তারপরই তৃণমূল ছাড়েন একদা তৃণমূলের সেকেন্ডম্যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*