উলুবেড়িয়ার বদলে বাউড়িয়ায় রাত ৮টার পর বিজেপিকে সভার অনুমতি হাইকোর্টের

Spread the love

কড়া শর্তে বিজেপিকে ২১ জুলাই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টে। তবে, পূর্বনির্ধারিত সভাস্থল উলুবেড়িয়ায় তা করা যাবে না। বদলে বিজেপিকে বাউড়িয়া মনসাতলা অফিস মাঠে সভা করতে হবে রাত ৮টার পর। বিজেপি সমর্থকরা সন্ধ্যা সাড়ে ৬টার পর মাঠে জমায়েত শুরু করতে পারবেন। তবে, এত রাতে সভা শুরু হলেও রাত ১০টার মধ্যে সভা শেষ করতে হবে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এমনটাই নির্দেশ দিলেন।

একইসঙ্গে বলা হয়েছে, বুধবারের এই সভার জন্য মঙ্গলবার সন্ধ্যে ৬টার মধ্যে পুলিসের কাছে আবেদন করতে হবে। নতুন এই সভাস্থলে আদৌ ২০০০ লোকের জমায়েত সম্ভব কি না তা খতিয়ে দেখবে পুলিস। এছাড়াও এই সভার কারণে যাতে ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত না হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সভার কারণে যাতে শব্দ দূষণ না হয় সেই দিকটা দেখবেন SDO। ২০ ডেসিবেলের বেশি লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এমনকি এই সভায় উস্কানিমূলক কোনও বক্তব্য বা এই ধরনের কোনও অডিয়ো ক্লিপ ব্যবহার করতেও মানা করেছে হাইকোর্ট।

যদিও এই সভা নিয়ে বিজেপির দাবি, তৃণমূলের সভার ৮০ কিলোমিটার দূরে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভার সঙ্গে রাজনৈতিক রেষারেষির কোনও সম্পর্ক নেই। অন্যদিকে তৃণমূলের দাবি, তৃণমূলের ২১ এ জুলাইয়ের সভার দিনই সভা করতে চাইছে বিজেপি। প্রচারের আলোয় থাকার জন্যই বিজেপির এই ঘৃণ্য রাজনীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*