উনিশের ভোটের আগে পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হয়ে গেল। এখনও পর্যন্ত যে ফল ও ট্রেন্ড ঘোষণা হয়েছে তাতে ছত্তীসগড়ে বিজেপি-র তুলনায় অনেক এগিয়ে রয়েছে কংগ্রেস। ছত্তীসগড় বিধানসভার মোট ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস প্রায় দুই তৃতীয়াংশ আসনে তথা ৫৭ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ২৬ টি আসনে।
গো বলয় তথা হিন্দি হার্টল্যান্ডের বাকি যে দুই রাজ্যে ভোট হয়েছে তা হল রাজস্থান এবং মধ্যপ্রদেশ। মরুরাজ্য রাজস্থানে কংগ্রেস ও বিজেপি শিবিরের আশা-আশঙ্কার সত্যি প্রমাণ করে স্বস্তিজনক ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে রাজস্থান বিধানসভার ১৯৯টি আসনের (একটি আসনে ভোট হয়নি) মধ্যে ১০২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এ গিয়ে রয়েছে ৭৯ টি আসনে।
অন্যদিকে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে থাকলেও, সেখানে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। রাজ্যে বিধানসভার আসন রয়েছে ২৩০ টি। তার মধ্যে কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে ১১৩টি আসনে। তো কখনও বিজেপি কংগ্রেসকে পেরিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশে ফলাফল যাই হোক যুযুধান দু দলের মধ্যে আসনের ফারাক খুব বেশি হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এ তো গেল গো বলয়ে ভোট গণনার পরিস্থিতি। দক্ষিণে তেলেঙ্গানাতেও বিধানসভা ভোট হয়েছে। সেখানে সরকার ভেঙে দিয়ে সময়ের আগেই ভোটে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নেতা চন্দ্রশেখর রাও। দেখা যাচ্ছে, তাঁর সেই ফাটকা কাজে লেগেছে। তেলেঙ্গানায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে চন্দ্রশেখরের দল টিআরএস। রাজ্যের মোট ১১৯ টি আসনের মধ্যে টিআরএস এগিয়ে রয়েছে ৮০ টি আসনে। ২৬ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-চন্দ্রবাবু নায়ডুর জোট।
Be the first to comment