২০০ টাকায় ডাস্টবিন কিনে বিল ধরানো হচ্ছে ১২ হাজার টাকা। হয় দুর্নীতি ঠেকান, নয় লোকসভায় আরও বড় হারের জন্য তৈরি থাকুন। খোদ বিজেপি বিধায়ক চিঠি লিখে সতর্ক করলেন যোগীকে। উত্তরপ্রদেশের গুন্নরের বিধায়ক অজিত কুমার জেলা দুর্নীতিতে রেগেমেগে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠিই লিখে ফেললেন। সেখানে তিনি বলেন, সম্বল জেলা প্রশাসনের অফিসারদের দুর্নীতি ঠেকান।
একটা ডাস্টবিনের দাম ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে বিল জমা দেওয়া হচ্ছে ১২ হাজার টাকা। এরকমটা চলতে থাকলে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। লোকসভায় আরও ভয়ঙ্কর পরিণামের জন্য অপেক্ষা করতে হবে।
Be the first to comment