সময়সীমা পেরনোর পরও বাংলাকে জড়িয়ে প্রচার করছে বিজেপি। প্রতিবাদে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলার ভোটে অশান্তির প্রসঙ্গ টেনে আনেন বিজেপি সভাপতি অমিত শাহ। তৃণমূলের অভিযোগ, প্রচার শেষের পরও রাজ্যের ভোটারদের প্রভাবিত করতে চাইছে গেরুয়া শিবির।
অমিত শাহের রোড শো’কে কেন্দ্র করে অশান্তির জের। বুধবার নজিরবিহীনভাবে রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের কুড়ি ঘণ্টা আগে বন্ধ করে দেয় লোকসভা ভোটের শেষ দফার প্রচার। বৃহস্পতিবার রাত দশটায় শেষ হয়েছে প্রচারের সময়সীমা। নিয়ম অনুযায়ী, তারপর আর লোকসভা ভোটের প্রচার করতে পারে না কোনও রাজনৈতিক দল। কিন্তু শুক্রবার বিকালে দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলার ভোট-প্রসঙ্গ টেনে আনলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, বাংলায় ৮০ জন বিজেপিকর্মী খুন হয়েছেন ৷
এরপরই বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ করছেন মমতা ৷ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, শুধু বাংলাতেই কেন এত হিংসা? তৃণমূলের অভিযোগ, প্রচারের সময়সীমা পার হওয়ার পরেও, বাংলার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন মোদী, শাহ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল।
Be the first to comment