পুজো কমিটিগুলোর মন জয় করতে “শারদ সম্মান” দেবে বিজেপি

Spread the love

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভালো ফল করার পর দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে গেছে ৷ কলকাতার ছোটো-বড় একাধিক দুর্গাপুজো কমিটিতে এখন বিজেপি নেতা-নেত্রীদের ভিড় ৷ খোদ মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো কমিটিতেও বিজেপি নেতা সায়ন্তন বসুকে প্রথমে রাখা হয়েছিলো ৷ যদিও পরে তৃণমূলের চাপেই নাকি তাঁকে সরিয়ে নতুন কমিটি গঠন করা হয় ৷ কিন্তু, হাল ছাড়েনি বিজেপি নেতৃত্ব ৷

একদিকে মুখ্যমন্ত্রী যখন পুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তখন অন্যদিকে পুজো কমিটিগুলোর মন জয় করতে “শারদ সম্মান”-এর কথা ঘোষণা করলো বিজেপির দক্ষিণ কলকাতা জেলা কমিটি ৷ এই প্রতিযোগিতায় দক্ষিণ কলকাতার ৬০টি পুজো কমিটির নাম নথিভুক্ত করা হয়েছে ৷

কী কী বিভাগে এই পুরস্কার দেওয়া হবে? “সেরা পূজার্চনা”, “পুজোর সেরা মহাভোগ”, “সেরা সন্ধ্যারতি” ও “সেরা সিঁদুর খেলা” ৷ “শারদ সম্মান”-এর বিজয়ীরা নগদ ছাড়াও পাবেন একটি ট্রফি। উল্লেখ্য, বারোয়ারি ও আবাসনের পুজো মিলিয়ে মোট ২২টি পুজো কমিটিকে সেরার সেরা হিসেবে পুরস্কৃত করা হবে।

বিচারকের তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ স্বপন দাশগুপ্ত, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্তা ও সৌরভ চক্রবর্তী। বিশেষ অতিথি বিচারক হিসেবে থাকবেন রন্তিদেব সেনগুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলি, অনিন্দ্য ব্যানার্জি, দেবাঞ্জন নাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*