শহরে ”গোলি মারো” স্লোগান, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

Spread the love

দিল্লির হিংসায় বারুদের মতো কাজ করেছিল ”গোলি মারো” স্লোগান ৷ এই অভিযোগই করছে বিরোধী শিবির ৷ বিগত এক সপ্তাহে হিংসায় প্রাণ হারিয়েছে ৪৬ জন, জখম শতাধিক ৷ এবার সেই স্লোগান উঠল কলকাতার মাটিতেও । বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশেরও । জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল স্লোগান দেওয়ার ঘটনায় । এবার ওই মামলায় তিন বিজেপি কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

গতকাল অমিত শাহের সভায় যোগ দেওয়ার জন্য আসা বিজেপির একটি মিছিল থেকে এই স্লোগান তোলা হয় ধর্মতলায়। ঘটনায় পঙ্কজ প্রসাদ, ধ্রুব বসু এবং সুরেন্দ্র তিওয়ারি নামে তিন জনকে চিহ্নিত করে পুলিশ । রাতে তাদের গ্রেপ্তার করা হয় । তিনজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলাও করা হয়েছে ।

বিতর্কিত ওই স্লোগানের সূত্রপাত দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে৷ স্লোগান তুলেছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায় স্লোগানটি ৷ দিল্লির নির্বাচনের আগে এই স্লোগান নিয়ে অভিযোগ জমা পড়েছিল কমিশনে । অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয় কমিশন । কিন্তু দিল্লির নির্বাচনের পরও সেই স্লোগান থামেনি । বিরোধীদের অভিযোগ, দিল্লিতে চলা হিংসায় রীতিমত ঘৃতাহূতি দিয়েছে এই স্লোগান ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*