বিজেপি কর্মীদের খুনের অভিযোগ, CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি বিজেপির

Spread the love

রাজ্যজুড়ে তৃণমূল বিজেপির কার্যকর্তাদের হত্যা করছে। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত নালিশ জানালো বিজেপি। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক লিখিত অভিযোগ জানান। পাশাপাশি CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজেপির যুব মোর্চার অভিযোগ, প্রতিদিনই বিজেপির কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার গৌতম পাত্র নামে মেদিনীপুরের বিজেপি কার্যকর্তা এবং দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিজেপি কার্যকর্তা পূর্ণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। তাঁদের তৃণমূলের গুন্ডারা মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন বলছে এই দু’জনই আত্মহত্যা করেছে। তাই এই সমস্ত হত্যার ঘটনা অবিলম্বে CBI-কে দিয়ে তদন্ত করতে হবে। এই দাবিতেই বিজেপি মোর্চার তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানানো হয়।

এই বিষয়ে সৌমিত্র খাঁ বলেন , প্রতিদিন বিজেপির কার্যকর্তাদের হত্যা করা হচ্ছে। গতকাল বিজেপির দুই কার্যকর্তা গৌতম পাত্র ও পূর্ণচন্দ্র দাসকে মারধর করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাগুলি দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানিয়েছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোনও কাজ করছে না। ফলে প্রতিদিনই কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। অমিত শাহ যেভাবে দিল্লিতে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে পুরো পরিস্থিতি বদলে দিয়েছেন। ঠিক সেইভাবেই যদি তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে সহযোগিতা করেন তাহলে ভালো হয়। আর রাজ্যে যে একাধিক বিজেপি কার্যকর্তা খুন হচ্ছে , তার CBI তদন্তের দাবি জানিয়েছি অমিত শাহকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*