২১-এর নির্বাচনে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কমিশনে আর্জি বিজেপির

Spread the love

২০২১-এর বিধানসভা নির্বাচন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে পরিচালিত হোক। নির্বাচন কমিশনের কাছে এই আর্জি জানাল রাজ্য বিজেপি । ৩ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর গতকাল রাজ্য বিজেপি-র তরফে নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়া হয়েছে ।

নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো সেই চিঠিতে বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত ও দলের অন্য সদস্যরা জানিয়েছেন , ৩ ডিসেম্বর রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের সদস্যদের বৈঠকে কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে সমর্থন করতে দেখা গেছে । চিঠিতে বিজেপি দাবি জানিয়েছে , নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভোটের পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে পরিচালিত হোক এবং রাজ্য থেকে একজনকেও নির্বাচন প্রক্রিয়ায় যেন নিযুক্ত না করা হয় ।

বিজেপি-র অভিযোগ, ওইদিন বৈঠকে একজন সদস্য তাঁর সীমা ছাড়িয়ে যান । তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান, তৃণমূলের জয় নিশ্চিত করতে তাঁরা কীভাবে কাজ করবেন সেই বিষয়ে তাঁদের একটি গাইডলাইন দেওয়া হোক । রাজ্য সরকারি কর্মীরা কীভাবে এই ধরনের কথা বলতে পারেন এবং তাও রাজ্য সচিবালয়ে… মুখ্যমন্ত্রী কেবল একজন শ্রোতা ছিলেন না , তিনি সভা পরিচালনা করছিলেন । উল্লেখ্য, সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকের দিন ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*