শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের ৪৫ টি বিধানসভা আসনে। তবে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নানা কেন্দ্রে। এ বার বিজেপি কর্মীকে মারধর করে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরে।
বিজেপির দাবি, রসিকপুরের ৪৩ নম্বর বুথের দলীয় এজেন্টকে খাবার দিতে যাওয়ার সময় শান্তনু রায় নামক বিজেপি কর্মীকে ধরে মারধর করা হয়। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীর দাবি, খাবার দিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে মারতে মারতে ড্রেনে ফেলে দেয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় রসিকপুর এলাকায়।
শান্তনুর দাবি, যখন খাবার দিতে গেছিলাম তখন তৃণমূলের কয়েকজন এসে ঘিরে ধরে জানতে চায় কেন এসেছি। বললাম বিজেপি এজেন্ট মিলন পাঠককে খাবার দিতে এসেছি। এরপর তিন চারজন এসে চড়, থাপ্পড়-ঘুসি মেরে গাড়ি ফেলে দিয়ে আমাকে ড্রেনে ঢুকিয়ে লাথি-জুতো সব মারল। আমি বিজেপি করি বলেই আমায় মারল।
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রসিকপুর এলাকায়।
Be the first to comment