তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। মহম্মদ বাজার থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। মহম্মদ বাজারের পঞ্চায়েত প্রধান উমা ব্যানার্জির অভিযোগ, শনিবার রাতে তাঁর বাড়িতে হঠাৎই ইট ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। ভাঙচুর করা হয় বাড়িতে। তাঁর দাবি, বিজেপি দুষ্কৃতীদের টাকা দিয়ে এই হামলা চালিয়েছে।
তৃণমূল ব্লক সভাপতি তাপস সিনহা বলেন, কিছুদিন আগে এক তৃণমূল নেতার বাড়িতে ইট ছোড়া হয়েছিল। তখন আমরা গুরুত্ব দিইনি। কিন্তু কাল প্রধানের বাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে। মোটর সাইকেলের ট্যাঙ্ক ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস এটা বিজেপির ছেলেদের কাজ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অভিযোগ অস্বীকার করেছেন BJP-র জেলা কমিটির সদস্য প্রিয়রঞ্জন রায় । তাঁর দাবি, “এটা মিথ্যা কথা । BJP হামলা করেনি । ওদের দলের মধ্যেই চাওয়া পাওয়ার একটা ব্যাপার ছিল । সেটা প্রধান হয়তো অনুমোদন করেনি । তাই তৃণমূলের গুন্ডারা গিয়ে হামলা করেছে । এতদিন খাইয়ে পড়িয়ে লালন-পালন করছিল । এখন তারাই ঝামেলা করছে ।”
Be the first to comment