সোমবার সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ তারপর থেকে সংসদ চত্বরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ৷ মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে চলছে এই বিক্ষোভ ৷ বুধবার এই নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের কটাক্ষ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি নিজে ‘অকাজের’ হতে পারেন ৷ কিন্তু তিনি কেন সংসদকে কাজ করতে দিচ্ছেন না ৷
নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী তথা আমেঠির সাংসদ স্মৃতি ইরানির দাবি, রাহুল গান্ধি নিজের রাজনৈতিক কেরিয়ারে এখনও পর্যন্ত শুধু সংসদকে অসম্মান করেছেন ৷ এখন তিনি লোকসভার অধিবেশন যাতে ঠিকমতো চলতে না পারে, সেই চেষ্টা করে যাচ্ছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০০৪ সালে প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন রাজীব-সোনিয়ার পুত্র রাহুল ৷ কংগ্রেসের গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের আমেঠি থেকে ভোটে লোকসভার সাংসদ হন ৷ ২০১৯ পর্যন্ত তিনি ওই কেন্দ্রেরই সাংসদ ছিলেন ৷ ওই বছর তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান ৷ তবে কেরলের ওয়েনাড় থেকেও তিনি ২০১৯ সালে লড়াই করেছিলেন ৷ এখন তিনি সেখানকার সাংসদ ৷
স্মৃতি ইরানি এদিন লোকসভায় রাহুলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ স্মৃতির দাবি, ২০০৪ থেকে ২০১৯ নিজের সংসদীয় এলাকা আমেঠি নিয়ে একটিও প্রশ্ন করেননি রাহুল ৷ ২০১৯-এর শীতকালীন অধিবেশনে সাংসদ রাহুলের উপস্থিতি ছিল ৪০ শতাংশ। তাছাড়া এখনও তিনি কোনও প্রাইভেট মেম্বার বিল পেশ করেননি ৷
এছাড়া রাহুলের ঘন ঘন বিদেশ সফর নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷ এর জন্য কংগ্রেসের অন্য নেতারাও ভীত বলেও কটাক্ষ করেছেন স্মৃতি ইরানি ৷
Be the first to comment