নির্বাচনে অশান্তি ও শাসকদলের সন্ত্রাসের অভিযোগে সোমবার, অর্থাৎ আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
রবিবার সকাল থেকেই বিরোধী দলের প্রার্থীকে মারধর, বিরোধী দলের এজেন্টকে বের করে দেওয়া, ছাপ্পা ভোট, একাধিক পুর এলাকায় ইভিএম ভাঙচুর বোমাবাজি ইত্যাদি নিয়ে কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে সরব হয়েছিল বিজেপি।
অন্যদিকে,বনধে খোলা থাকছে স্কুল,কলেজ, খোলা থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। বন্ধ করা যাবে না দোকানপাট। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিজেপির ডাকা বনধ-এর বিরুদ্ধে সরকারি অবস্থান জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
Be the first to comment