পশ্চিমবঙ্গে ২৭টি আসনে দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেললো বিজেপি। বাংলার প্রার্থীতালিকা নিয়ে দিল্লিতে এদিন বৈঠকে বসেন বিজেপির রাজ্য নেতৃত্ব ও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই বৈঠকে বাংলায় ২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে খবর।
এদিন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের নিয়ে বৈঠকে বসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। সূত্রের খবর, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৭টি আসনে প্রার্থীতালিকা একেবারে চূড়ান্ত করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রীই।
তবে বুধবার মধ্যরাত পর্যন্ত যে ক’টি আসনে প্রার্থীর নাম জানা গিয়েছে, তাদের মধ্যে আছেন-
যাদবপুর: অনুপম হাজরা
বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
দমদম: শমীক ভট্টাচার্য
কোচবিহার: নিশীথ প্রামাণিক
বারাসত: মানবেন্দ্র রায়
উত্তর কলকাতা: রাহুল সিনহা
দক্ষিণ কলকাতা: চন্দ্র বোস
বীরভূম: দুধকুমার মণ্ডল
রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরী
মেদিনীপুর: দিলীপ ঘোষ
ঘাটাল: ভারতী ঘোষ
আসানসোল: বাবুল সুপ্রিয়
হাওড়া: কল্যাণ চৌবে
উত্তর মালদহ: খগেন মুর্মু
Be the first to comment