বিজেপি সূত্রেই জানা গিয়েছিল, বৃহস্পতিবার সংসদীয় কমিটির অনুমোদন মিলে গেলে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রথম দু’দফায় যে ৬০ আসনে ভোটগ্রহণ, সেগুলির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু দিনের শেষে সেই তালিকা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। এখনও জানা যাচ্ছে না কবে তালিকা প্রকাশ্যে আসবে।
সোম-মঙ্গল-বুধ— তিন দিন বিজেপি-র রাজ্য নেতারা দফায় দফায় ৬০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করতে বৈঠক করেন। এর পরে বৃহস্পতিবার দিল্লিতে চলে ম্যারাথন বৈঠক। প্রথমে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের বাড়িতে ও পরে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাড়িতে। সেখানে হাজির হন অমিত শাহ। তাঁর উপস্থিতিতে তালিকা চূড়ান্তও হয় বলে জানা যায়।
এরপর রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংসদীয় কমিটির বৈঠক হয় দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি-র সদর দফতরে।সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Be the first to comment