তিনটি আসন বাদ রেখে মোট ৫৭ আসনের প্রার্থীপদ ঘোষণা বিজেপির

Spread the love

প্রথম দু’দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তিনটি আসন বাদ রেখে মোট ৫৭ আসনের প্রার্থীপদ ঘোষণা করলেন ‌বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবর, বঙ্গ ভোটের সব থেকে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারীই৷ অর্থাৎ কুরুক্ষেত্রের লড়াইয়ে এবার সরাসরি মমতা বনাম শুভেন্দু লড়াইয়ই দেখবে বাংলা। বিজেপির তালিকায় নাম এল অশোক দিন্দা, ভারতী ঘোষের মতো বহু চেনামুখের। রাত পোহালেই মোদীর ব্রিগেড।

সূত্রের খবর, ব্রিগেডে মোদি মঞ্চে হাজির থাকতে চলেছেন এই ৫৭ প্রার্থীই। পরিবর্তনের পরিবর্তন চেয়ে নানা চমক-সহ উঠে এল বিজেপির প্রথম দুই দফার প্রার্থীতালিকা। একটি আসন বিজেপি ছাড়ছে শরিক আপসুকে।

এখন দেখে নেওয়া যাক প্রার্থীতালিকার প্রধান মুখগুলি-

নন্দীগ্রাম-শুভেন্দু অধিকারী
কাঁথি উত্তর- সুনীতা সিংহ

ভগবানপুর- শ্রী রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি-শ্রী শান্তনু প্রামাণিক

কাঁথি দক্ষিণ- স্বদেশরঞ্জন নায়ার
দাঁতন-শক্তিপদ নায়েক

পুরুলিয়া-সুদীপ মুখার্জী

মানবাজার-গৌরীসিং সর্দার।

রঘুনাথপুর-বিবেকানন্দ বাউরি

জয়পুর -নরহরি মাহাতো।

খড়গপুর তপন ভুঁইয়া।

গড়বেতা মদন রুইদাস।

গোসাবা-চিত্ত প্রামাণিক

কাকদ্বীপ-দীপঙ্কর জানা

পাশকুঁড়া-দেবব্রত পট্টনায়ক।

ময়না- অশোক দিন্দা।

মহিষাদল-বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়

হলদিয়া-তাপসী মণ্ডল

নারায়ণগড়-রামপ্রসাদ গিরি

সবং- অমূল্য মাইতি।

ডেবরা- ভারতী ঘোষ।

দাসপুর-প্রসন্ন বেড়া

তালডাংরা-শ্যামলকুমার সরকার।

মেদিনীপুর -সম্বিত দাস।

গত ৪ মার্চ কেন্দ্রীয় কমিটি বিজেপির প্রার্থীতালিকা নিয়ে বৈঠকে বসে। সেই বৈঠকেই শিলমোহর পড়ে এই তালিকায়। বৈঠকে সেদিনই উপস্থিত ছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*