চমকের পর চমক বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায় ৷ একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন তালিকায় ৷ রয়েছেন ৩ সাংসদ ও ১ জন কেন্দ্রীয় মন্ত্রী ৷ স্থান পেয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায় এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷
জায়গা করে নিয়েছেন টলি অভিনেতা পায়েল সরকার ৷ তৃণমূলকে যে কঠিন চ্য়ালেঞ্জের মুখে ফেলতে চাইছেন তা তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে রবিবারের দুপুরেই স্পষ্ট করে দিলেন মোদী-শাহ ৷
বিজেপি রবিবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
এক নজরে দেখে নিন কে কোথা থেকে লড়ছেন…
সোনারপুর দক্ষিণ- অঞ্জনা বসু
ভাঙড়- সৌমি হাতি
কসবা- ইন্দ্রনীল খান
যাদবপুর- রিঙ্কু নস্কর
টালিগঞ্জ-বাবুল সুপ্রিয়
বেহালা পূর্ব- পায়েল সরকার
মাহেশতলা- উমেশ দাস
বজবজ-তরুণ আদক
মেটিয়াবুরুজ- রামজি প্রসাদ
হাওড়া উত্তর- উমেশ রায়
হাওড়া মধ্য- সঞ্জয় সিং
হাওড়া দক্ষিণ-রন্তিদেব সেনগুপ্ত
সংক্রাইল-প্রভাকর পণ্ডিত
পাঁচলা- মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব- প্রত্য়ুষ মণ্ডল
ডোমজুড়- রাজীব ব্যানার্জি
উত্তরপাড়া- প্রবীর ঘোষাল
শ্রীরামপুর- কবীর শংকর ঘোষ
চাঁপদানি- দিলীপ সিং
সিঙ্গুর- রবীন্দ্রনাথ ভট্টাচার্য
চন্দননগর- দীপাঞ্জন গুহ
চুঁচুড়া- লকেট চ্যাটার্জি
বলাগড়- সুভাষ চন্দ্র হালদার
বান্দুয়া- পার্থ শর্মা
চণ্ডীতলা- যশ দাশগুপ্ত
মগরাহাট পূর্ব- চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম- মানস শর্মা
ডায়মন্ডহারবার- দীপক হালদার
সাতগাছিয়া- চন্দন পাল দাস
বিষ্ণুপুর- অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর- শ্রী চিরণ বেরা
শ্য়ামপুর- তনুশ্রী চক্রবর্তী
বাগনান- অনুপম মল্লিক
আমতা- দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর- সুমিত রঞ্জন কড়ার
জঙ্গিপাড়া- দেবজিৎ সরকার
হরিপাল- সমীরণ মিত্র
ধনেখালি- তুষার মজুমদার
তারকেশ্বর – স্বপন দাশগুপ্ত
পুরশুড়া- বিমান ঘোষ
আরামবাগ- মধুসূদন বাগ
গোঘাট – বিশ্বনাথ কোরক
খানাকুল- সুশান্ত ঘোষ
Be the first to comment