বিধানসভা নির্বাচনে তিন সাংসদ ও এক কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে আগেই চমক দিয়েছে বিজেপি। এবার রাজ্যেও আরও শীর্ষ নেতাকে প্রার্থী করছে গেরুয়া শিবির। তবে প্রার্থী হচ্ছেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল সিনহা, মুকুল রায়, কল্যাণ চৌবে, সায়ন্তন বসুর মতো নেতারা।
কয়েকদিন আগেই রাজ্য় বিজেপির নেতাদের এবার নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। এখনও পর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী হাবড়ায় প্রার্থী করা হচ্ছে রাহুল সিনহাকে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করবেন মুকুল রায়। সম্ভবত শান্তনু ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে না।
এবার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন সায়ন্তন বসুও। দমদম থেকে লড়াই করতে পারেন সায়ন্তন। কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হতে পারে কল্যাণ চৌবেকে, রাজারহাট-গোপালপুর থেকে প্রার্থী করা হতে পারে শমীক ভট্টাচার্যকে।
বিধাননগরে দাঁড়াতে পারেন সব্যসাচী দত্ত, কামারহাটি থেকে লড়াই করতে পারেন রাজু বন্দ্যোপাধ্য়ায়, শ্য়ামপুকুর থেকে লড়াই করতে পারেন প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, কাশীপুর-বেলগাছিয়া থেকে প্রার্থী করা হতে পারে সপ্তষি চৌধুরী কিংবা রীতেশ তিওয়ারিকে। জোড়াসাঁকে থেকে প্রার্থী করা হতে পারে মীনাদেবী পুরোহিতকে।
Be the first to comment