কৃষ্ণনগরে মুকুল, শিবপুরে রুদ্রনীল ; বিজেপির বাকি ১৬৭ আসনে প্রার্থী কারা?

Spread the love

তৃতীয় ও চতুর্থ দফার মতো বিজেপির বাকি ১৬৭ আসনেও প্রার্থী তালিকায় চমক ! আজই অবশিষ্ট প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে ৷ ইতিমধ্যে সে কথা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বুধবার গভীর রাতে দিল্লিতে দলের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী তালিকায় সিলমোহর পড়েছে । কিন্তু কোন কেন্দ্রে কারা প্রার্থী ?

বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না । যেহেতু দিলীপকে ২৯৪ টি বিধানসভাতেই রাজ্য নেতৃত্বের প্রচারের মুখ করতে চাইছে মোদি-শাহ জুটি ।

জানা গিয়েছে, সাংসদ শান্তনু ঠাকুর হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন । অন্যদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রার্থী হতে পারেন । রাহুল সিনহা প্রার্থী হতে পারেন জোড়াসাঁকো কেন্দ্রে ৷ তারকা প্রার্থী রুদ্রনীলকে নিয়েও রয়েছে প্রচুর কৌতূহল ৷ হাওড়ার শিবপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন রুদ্রনীল। অন্যদিকে শেষ পর্যন্ত মুকুল রায়কে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ কৃষ্ণনগর দক্ষিণ থেকে মুকুল প্রার্থী হচ্ছেন ।

আরেক সাংসদ অর্জুন সিংও প্রার্থী হচ্ছেন আসন্ন বিধানসভা নির্বাচনে । ব্যারাকপুরেই প্রার্থী হতে পারেন তিনি । বীজপুরে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে প্রার্থী করা হচ্ছে । রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য, কৃষ্ণনগর উত্তরে ফুটবলার কল্যাণ চৌবে । অন্যদিকে পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায় ও খড়দা আসনে শীলভদ্র দত্ত প্রার্থী হতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*