সকালটা দেখে বোঝা যাচ্ছিল দিনটা ভালো যাবে কংগ্রেসের। বিভিন্ন সমীক্ষায় যেমনটা ভাবা গিয়েছিল, রাজস্থানে সরকার গড়তে চলেছে তারা। সকাল দশটায় কংগ্রেস এগিয়ে ৯৯ আসনে, বিজেপি ৮৬ আসনে। মধ্যপ্রদেশে প্রাথমিক ট্রেন্ডেও এগিয়ে কংগ্রেস।
বেলা এগারোটায় কংগ্রেস ১১৬, বিজেপি ৯৯টি কেন্দ্রে এগিয়ে। তবে সবাইকে অবাক করে ছত্তিসগড়ে নজরকাড়া ফল হতে চলেছে তাদের। সেখানে বিজেপির দ্বিগুণ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। প্রাথমিক গণনায় কংগ্রেস সেখানে ৫৭, বিজেপি ২৫টিতে এগিয়ে। অর্থাৎ দেশের মধ্যভাগে হিন্দিবলয়ে পুনরুত্থানের ইঙ্গিত বিরোধী দল কংগ্রেসের। বেলা গড়াতেই তিনটি রাজ্যেই সরকার গঠন করার সম্ভাবনা সেখানে প্রবলতর হচ্ছে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে শিবরাজ সিং চৌহান এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়া এগিয়ে থাকলেও পিছিয়ে রমন সিং। তেলেঙ্গানার প্রথন বিধানসভা নির্বাচনে ফের সরকার গড়তে চলেছেন টিআরএস প্রধান টি চন্দ্রশেখর। উত্তরপূর্বে তাদের একমাত্র রাজ্য মিজোরাম এবার হাতছাড়া হতে চলেছে হাতের।
Be the first to comment