রাফালকেই হাতিয়ার করে এবার কংগ্রেসের বিরুদ্ধে কর্মসূচির আয়োজন করতে চলেছে বিজেপি

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে রাফাল প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে প্রচার চালিয়েছিল কংগ্রেস । সুপ্রিম রায়ের পর সেই রাফালকেই হাতিয়ার করে এবার কংগ্রেসের বিরুদ্ধে কর্মসূচির আয়োজন করতে চলেছে বিজেপি ।

দেশের ৭০টি শহরে কংগ্রেসের মুখোশ খুলে দেবে বিজেপির শীর্ষ নেতারা, এমনই প্রস্তাব এনেছে কেন্দ্রীয় শাসক দল । সম্প্রতি রাফাল মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় আর্থিক দুর্নীতির কোনও প্রমাণ নেই । রাফাল সংক্রান্ত যাবতীয় মামলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, অরুন জেটলি প্রমুখ। কেন্দ্রবিরোধী ষড়যন্ত্র করেছিল কংগ্রেস ও এই সত্যকেই সকলের সামনে তুলে ধরবে বিজেপির নেতৃত্ব, জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য অনিল বালুনি।

সূত্রের খবর অনুযায়ী সোমবারেই নিজেদের রাজ্যে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করবেন যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়নবিশ, বিজয় রুপানি ও সর্বানন্দ সোনোওয়াল। এছাড়াও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন নির্মলা সীতারমন,রবি শঙ্কর প্রসাদ, প্রকাশ জাভাড়েকর, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, সুরেশ প্রভু ও শিবরাজ সিং চৌহান। সুপ্রিম রায়ের পর রাহুল গান্ধিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন অমিত শাহ । যদিও, নিজের অভিযোগে অনড় থেকেছেন রাহুল।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন রাফাল সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করতে পারে না ও এর জন্য যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবিও জানিয়েছে কংগ্রেস ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*