দ্বিতীয় দফার ভোটের পরের দিন অর্থাৎ শুক্রবার তৃণমূলের পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপিও। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নালিশ নিয়ে আজ কমিশনে যায় বিজেপি। নন্দীগ্রামে বয়ালের ৭ নম্বর বুথে যেভাবে তৃণমূল নেত্রী ঘণ্টাদুয়েক বসেছিলেন, সেই কারণে নন্দীগ্রামে ২ শতাংশ ভোট কমে গিয়েছে বলে দাবি করে বিজেপি।
পাশাপাশি জেড প্লাস নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে ওই বুথে বসেছিলেন, তাতে ১৪৪ ধারাও জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে বিজেপির দাবি।
বঙ্গ বিজেপির পক্ষ থেকে শুক্রবার কমিশনে যান শিশির বাজোরিয়া ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেখানে গিয়ে বিজেপি নেতারা দাবি করেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে ধর্না দিয়েছেন। ১৪৪ ধারাকে জলাঞ্জলি দিয়ে কী করে একজন প্রার্থী ধর্না দিতে পারেন? প্রশ্ন তোলেন বিজেপি নেতারা।
এছাড়াও গেরুয়া শিবিরের পক্ষ থেকে আরও দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নন্দীগ্রামে ২ শতাংশ ভোট কমে গিয়েছে।
তথাগত রায়ের কথায়, প্রার্থী অবশ্যই ভোট কেন্দ্রে যেতে পারেন। কিন্তু তিনি এমন কিছু করতে পারেন না যাতে আইনভঙ্গ হতে হয়। ভোটের গতি কমিয়ে দেওয়া উদ্দেশ্য ছিল।
Be the first to comment