
শুক্রবার ইলেকশন কমিশনের অফিসের সামনে আমরণ অনশনে বসতে পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন প্রায় দু’শো বিজেপি কর্মী সমর্থক। জানা গিয়েছে সঙ্গে আছেন বিজেপির প্রার্থীরাও।
শুক্রবার ইলেকশন কমিশনের অফিসের সামনে আমরণ অনশনে বসতে পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন প্রায় দু’শো বিজেপি কর্মী সমর্থক। জানা গিয়েছে সঙ্গে আছেন বিজেপির প্রার্থীরাও।
Spread the loveকাঁথিতে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, তার নাম সুধাকর মাইতি। বয়স ৫৫ বছর। উল্লেখ্য, মারিশদা থানার কুকড়াওল গ্রামের বাসিন্দা সুধাকরবাবু শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। ঘণ্টা তিনেক […]
Spread the loveমাসানুর রহমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। তিনি থাকেন হাওড়ায়। গত শুক্রবার তাঁর বাড়ি থেকেই সকালে তাঁকে গ্রেফতার করেন লালবাজারের সাইবার […]
Spread the loveমাসানুর রহমান, আজ বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগরে এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি বলেন, ন্যাশানাল মিডিয়া এখন মোদী বাবুর মাউথ পিস, তোতা পাখি। মোদী যা বলবে, ওরাও তাই বলবে। […]
Copyright © 2018 | rojdin.in All rights reserved. Powered by Prismhub Online Solutions Pvt. Ltd.
Be the first to comment