লোকসভা ভোটের আগে সিংহাসনের সেমিফাইনাল। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল নরেন্দ্র মোদির লিটমাস টেস্ট। সেই পরীক্ষায় জোর ধাক্কা খেল বিজেপি।
মিজোরাম, তেলঙ্গনায় বিজেপির সেভাবে শক্তি নেই। এই দুই রাজ্যের কোথাওই গেরুয়া শিবির এবারও দাগ কাটতে পারেনি। কিন্তু নিজেদের হাতে থাকা বাকি তিন রাজ্যেও হিমশিম খেল বিজেপি।
সকাল থেকেই জমে উঠেছে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের লড়াই । হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত যদিও ব্যবধান খুব একটা বেশি নয়। তবে মনে করা হচ্ছে বেশ কয়েকটি কারণেই খানিকটা হলেও টালমাটাল গেরুয়া বাহিনী।
এই মুহূর্তে বিজেপি এগিয়ে ১০৮টি আসনে ৷ কংগ্রেস ১১০টি আসনে ৷ এখনও চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ ২৬টি আসনে দুই দলের মধ্যে ৫০০টি কম ভোটের ব্যবধানে চলছে লড়াই ৷
২০১৪ সালে মোদি ঝড়ে ভর করে রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে পদ্মের চাষ হয়েছিল। চার বছর পরে, এই তিন রাজ্যেই হিমশিম খেল বিজেপি। কংগ্রেস তাই বলছে, মোদি ম্যাজিক এবার ফিকে। দেশ জুড়ে যে এখন মোদি বিরোধী হাওয়া বইছে, তারই স্পষ্ট প্রতিফলন পাঁচ রাজ্যের ভোটের ফলে।
Be the first to comment