বিশেষ প্রতিনিধি,
একদিকে বিজেপির বিরুদ্ধে ফেডেরাল ফ্রন্টের মঞ্চ প্রস্তুত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর অন্যদিকে, একের পর এক উপনির্বাচনে পরাজয় ৷ ঈশান কোণে কি ক্ষমতাচ্যুত হওয়ার মেঘ ঘনাচ্ছে? তাই কি অধ্যাত্মবাদের দ্বারস্থ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ? সোমবার যোগগুরু বাবা রামদেবের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে ৷ রাজনৈতিক মহল মনে করছে বাবা রামদেবের সঙ্গে বৈঠক করার মানে বিজেপির পাশে থাকা রামদেবের কোটি কোটি অনুগামীর। রামদেবকে কাজে লাগিয়ে সেই ভোটব্যাঙ্ক কাজে লাগাতে চাইছে বিজেপি ৷
এদিনের বৈঠকের পর রামদেব সাংবাদিকদের জানান, গত চার বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছেন ৷ তারই সাথে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস ৷ রান্নার গ্যাসের সংযোগ থেকে শুরু করে জিএসটি, নোটবাতিলের মতো একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি ৷ গত ৭০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম যাঁকে বিশ্বের সব রাষ্ট্রনায়করা সম্মান করেন।
তবে এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ২০১৪ সালে বিজেপি সরকার গঠন করতে যাঁরা সমর্থন করেছিলেন আমরা তাঁদের সঙ্গে দেখা করছি। তাঁরা যাতে ২০১৯ সালেও পাশে থাকেন, তার আবেদন করা হচ্ছে দলের তরফে ৷ এর মধ্যে অন্য কোনও রাজনীতি নেই ৷ এই সাক্ষাৎকে বলা হচ্ছে সমর্থনের জন্য সম্পর্ক ৷
Be the first to comment