কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা ফ্রি, গণপরিবহণে মহিলাদের যাতায়াত নিখরচায়, কল্পতরু বিজেপি

Spread the love

দোরগোড়ায় একুশের নির্বাচন। বাংলায় ‘আসল পরিবর্তন’ আনতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে পদ্মশিবির। ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে পরিকল্পিত রূপরেখাই এই সংকল্পপত্রে রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। ইস্তেহারের উদ্বোধন করে বলেন, বিজেপি ইস্তেহার পত্র অনুযায়ী চলে। সোনার বাংলা তৈরি করতে যা যা পদক্ষেপ নেবে বিজেপি, তা এতে রয়েছে।’ সংকল্পে পত্রে নারী সুরক্ষা থেকে কর্মসংস্থান, সপ্তম বেতন কমিশন চালু থেকে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ সহ একাধিক প্রতিশ্রুতি লিখিত সংকল্প পত্রে।

বিজেপির সংকল্প পত্রে বাংলা নারীদের বিশেষ গুরুত্ব। শাহ বলেন, বিজেপি সরকারে এলেই গণপরিবহণে মহিলাদের কোনও ভাড়া লাগবে না। সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। এছাড়া কেজি থেকে স্নাতকোত্তরে মহিলাদের পড়াশুনার সমস্ত খরচ বহন করবে সরকার। তৃণমূল সরকারের কন্যাশ্রী রূপশ্রীকে টক্কর দিতে ১৮ বছর হলেই মেয়েদের এককালীন ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা। নারী সুরক্ষায় রিজার্ভ ফোর্সে ৩ মহিলা ব্যাটেলিয়ান ও রাজ্য পুলিশে ৯ মহিলা ব্যাটেলিয়ান নিয়োগের পরিকল্পনা।

পাশাপাশি শরণার্থী ভোটব্যাঙ্কে নজরে রেখে বিজেপি ইস্তেহার বলা হয়েছে, আগামী ৫ বছর প্রত্যেক শরণার্থী পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে সংকল্পপত্রে। তদের স্বাস্থ্যবিমা সহ সমস্ত নৌকা যন্ত্রচালিত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ইস্তেহারে। রাজ্যের সমস্ত মানুষের জন্য কেজিতে ১ টাকায় গম, ৩ টাকায় নুন, ৫ টাকায় চিনি, ৩০ টাকায় ডাল দেওয়ার সংকল্প রয়েছে গেরুয়া ইস্তেহারে।

নির্বাচনী জনসভায় প্রচারে যে কথা বার বার বলে এসেছেন মোদী থেকে শাহ সহ বিজেপি নেতারা, তাতেই শিলমোহর ইস্তেহারে। শাহ ম্যানিফেস্টের প্রতিশ্রুতি পড়ে শোনাতে গিয়ে বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত এবং CAA লাগু করে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা প্রথমেই ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। তারপর নিয়মিত ৭৫ লাখ কৃষককে ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। একইসঙ্গে BJP সরকারের এলে বর্তমান সরকারের বিধবা প্রকল্পের ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে বলে ঘোষণা ইস্তেহারে।

মহিলা থেকে চাকুরিজীবী, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, শিক্ষাবিদ থেকে অভিনয় জগতের মানুষ, সবার মন জয়েই গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির। একুশের ভোটযুদ্ধ শুরু ঠিক মাহেন্দ্রক্ষণে বিজেপির মাস্টারস্ট্রোক এই ম্যানিফেস্টো। অন্যদিকে,গত সপ্তাহেই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে ইস্তেহার প্রকাশ করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে মমতা বলেছেন, ‘আমরা দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব। বার্ষিক ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বছরে চার মাস দুয়ারে সরকার করা হবে।’

পাশাপাশি, তফশিলি পরিবারকে বছরে ১ হাজার টাকা করে দেওয়া হবে। জেনারেল কাস্ট পরিবারকে মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*