জল্পনার ইতি ৷ দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও ।
তাদের বিজেপিতে যোগ বিজেপির সোনার বাংলা তৈরির স্বপ্নকে আরও মজবুত করবে বলে মনে করেন অমিত শাহ। অন্তত তাঁদের যোগদানের পর তাঁর সোশ্যাল মিডিয়াতে এমনটাই লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ রবিবার হাওড়ার ডুমুরজলাতে সভা করার কথা ছিল বিজেপির চাণক্যের ৷ সেই সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীয় বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল নেতাদের ৷
কিন্তু বাধ সাধে দিল্লির ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ৷ দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে দু’দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ ৷ ফলে বাধ্য হয়ে ডুমুরজলার সভায় এই নেতাদের যোগদানের বিষয়টি স্থগিত হয়ে যায় ৷
এরপরই শনিবার দিল্লিতে নিজের বাসভবনে এই নেতাদের ডেকে পাঠান অমিত শাহ ৷ ব্যবস্থা করা হয় বিশেষ বিমানের ৷ শনিবার, বিকালে সেই বিশেষ বিমানেই দিল্লি উড়ে যান রাজীব, বৈশালী, প্রবীর, রথীন ও পার্থসারথি ৷ তবে কোনও কারণ বশত ওই বিমান ধরতে পারেননি অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ পরের বিমানে দিল্লি পৌঁছান তিনি ৷
দিল্লি পৌঁছে, পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে অমিত শাহের দিল্লির বাসভবনে যান রাজীব সহ বাকিরা ৷ সেখানেই সংক্ষিপ্ত বৈঠকের পর অমিত শাহ তাঁদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ৷
Be the first to comment