বিজেপিতে যোগ দিলেন তেলাঙ্গানার টিআরএস নেতা

Spread the love

ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এতালা রাজেন্দর ৷ তিনি তেলাঙ্গানার রাজনৈতিক নেতা ৷ এর আগে তিনি তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস-এর (TRS) সদস্য ছিলেন ৷ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য দফতরের দায়িত্বও সামলেছেন ৷

কিন্তু সম্প্রতি তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার কারণ, তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে ৷ এর পর থেকে তাঁকে নিয়ে ওই রাজ্যে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় ৷ শেষ পর্যন্ত তিনি সোমবার যোগদান করলেন বিজেপিতে ৷ তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

উল্লেখ্য, তিনি যে রাজনৈতিক শিবির বদল করতে চলেছেন, তার ইঙ্গিত বেশ কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল ৷ গত ৪ জুন তিনি টিআরএস থেকে পদত্যাগ করেন ৷ তিনি হুজুরাবাদের বিধায়ক ছিলেন ৷ গত শনিবার তিনি বিধায়ক পদও ছেড়ে দেন ৷ তার পরই তাঁর বিজেপি যোগের সম্ভাবনা জোরালো হতে থাকে ৷ যা সত্যি হল সোমবার সকালে ৷

এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হয়ে গেরুয়া শিবিরে অংশীদার হলেন রাজেন্দর ৷ তিনি জানান, উপনির্বাচনে হুজুরাবাদের মানুষের সঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর-এর লড়াই হবে ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন টিআরএসের প্রাক্তন বিধায়ক এনাগু রবিন্দর রেড্ডি, তুলা উমা, আন্ধে বাবু, কেশব রেড্ডি, গণদ্র নলিনী ৷ তাঁরা মঙ্গলবার হায়দরাবাদে ফিরবেন বলে খবর ৷

তেলাঙ্গানায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা তরুণ চুঘ ৷ তিনি গত শুক্রবার জানিয়েছিলেন যে, ওই রাজ্যে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই হবে ৷ আর এই লড়াইয়ে যাঁরা সামিল হতে চান, তাঁদের সকলকেই তিনি স্বাগত জানান বিজেপিতে ৷ তরুণ চুঘের দাবি, যে কারণে তেলাঙ্গানা তৈরি হয়েছিল, সেই কারণ এবং রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি আরও ভালো করতে বিজেপি লড়াই করবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*