বুধবার বিজেপিতে যোগ দিলেন নদিয়ার শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন ৷ এই খবর ছড়িয়ে পড়তেই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শান্তিপুর বিজেপি সংগঠনের।
বেশ কিছুদিন ধরেই শান্তিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল। জল্পনা আরও বাড়ে দুদিন আগে তিনি দিল্লিতে যাওয়ায়। আজ দিল্লিতে বিজেপিতে যোগদান করেন বিধায়ক।
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী হয়ে তিনি লড়াই করেন। তিনি তখন ছিলেন কংগ্রেসে ৷ শান্তিপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দেকে ১৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি। এর পরে ২০১৭ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
২০১৯ লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির কাছে পর্যুদস্ত হয় ৷ শান্তিপুরে ৬টি পঞ্চায়েতের মধ্যে পাঁচটিতে তৃণমূল পরাজিত হয় ৷ এরপর থেকেই অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ তাঁর বিজেপিতে যোগদান করার খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন শান্তিপুরে বিজেপি সংগঠন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার ফলে আগামীকাল জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শান্তিপুর সংগঠনের নেতাকর্মীরা ইস্তফা দিতে পারে বলে জানা যায়।
Be the first to comment