কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে মিছিল করে এলেও, নিহতের বাড়ি থেকে খালিহাতেই ফিরতে হল গেরুয়াশিবিরের নেতাদের। আজ, দুর্গাপুরের কাঁকসায় নিহত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের বাড়িতে যান বাবুল সুপ্রিয়, মুকুল রায়-সহ একঝাঁক বিজেপি নেতা। সংবাদমাধ্যমের সামনে নিহতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু, সেই সাহায্য ফিরিয়ে দেয় নিহতের পরিবার।
গত নয়ই ডিসেম্বর দুর্গাপুরের কাঁকসার সরস্বতীগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হন সন্দীপ ঘোষ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি।
সোমবার আরও একধাপ এগিয়ে, নিহতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, মুকুল রায়-সহ একঝাঁক বিজেপি নেতা। মিছিল করে গেলেও খালিহাতেই ফিরতে হয় বিজেপি নেতাদের। চেক ফিরিয়ে দেয় নিহত সন্দীপের পরিবার।
নিহতের পরিবারের তরফে এমন জোরাল ধাক্কা খেয়েই ফুঁসে উঠেছেন গেরুয়াশিবিরের নেতারা। বিজেপি নেতার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তীব্র প্রতিবাদ করেছে সন্দীপের পরিবারও। বেগতিক দেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাবুল সুপ্রিয় ও মুকুল রায়রা।
পরিবারের হাতে টাকা তুলে দিয়ে প্রচারের আলোয় আসতে চেয়েছিল বিজেপি। কিন্তু, সেখানে জোরাল ধাক্কা খেতেই চুপসে গিয়েছে গেরুয়াশিবিরের এই উদ্যোগ।
Be the first to comment