অ্যাসিড হামলায় আক্রান্ত বিজেপি নেতার মেয়ে..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের বেগুসরাই জেলায় ঘুমন্ত অবস্থায় এক যুবতীর উপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত যুবতী পল্লবী রাঠোর বয়স ২৪, যিনি বিজেপি নেতা সঞ্জয় কুমার সিংয়ের মেয়ে। শনিবার রাত দেড়টা-দুটো নাগাদ এই ভয়ঙ্কর হামলা হয়, যখন পল্লবী নিজের ঘরে একা ঘুমোচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার রাত দুটো নাগাদ এই কাণ্ড ঘটে। অজ্ঞাত পরিচয় যুবক বিজেপি নেতার বাড়ির পাঁচিল টপকে ঢোকে। একতলার ঘরে ঘুমোচ্ছিলেন তাঁর মেয়ে, পল্লবী। গরমের জন্য জানালা খোলা রেখেই শুয়েছিলেন তিনি। তখনই জানলা দিয়ে যুবতী লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। যুবতীর মুখ ও শরীরের অনেকটা অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বাবা সঞ্জয় সিং জানান, “প্রথমে ওর চিৎকার শুনে ভেবেছিলাম হয়তো টিকটিকি বা অন্য কিছু দেখে ভয় পেয়েছে। কিন্তু আর্তনাদ বাড়তেই ঘরে দৌড়ে যাই। গিয়ে দেখি- ভয়ঙ্কর দৃশ্য! মুখে অ্যাসিডের জ্বালা নিয়ে ছটফট করছে আমার মেয়ে।”
এই ঘটনায় আবারও সামনে এল প্রশ্ন- নারী নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত? বাড়ির চার দেওয়ালও কি নিরাপত্তা দিতে পারছে না? দোষীরা দ্রুত গ্রেফতার না হলে, শুধু একজন তরুণীর জীবন নয়, হারিয়ে যাবে বহু মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*