২১ মার্চ বিধানসভার ভোটের ইশতাহার প্রকাশ করতে চলেছে বিজেপি। OBC-তে বিশেষ নজর। বাদ গেলেন না কৃষক, ST, SC-রাও। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি।
জানা গিয়েছে, রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির প্রতিটি ব্লকে স্কুল তৈরি, ঝাড়গ্রামে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয়-সহ আদিবাসীদের উন্নয়ন কর্মসূচির উল্লেখ থাকছে বিজেপির ইশতাহারে। ‘বঞ্চিত’ হবেন না রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ইশতাহারে যেমন আধা সামরিক বাহিনীতে ‘নারায়ণী সেনা’ নামে আলাদা ব্যাটেলিয়ন তৈরির কথা বলা হয়েছে, তেমনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মতুয়ার সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য থাকছে স্কলারশিপের প্রতিশ্রুতিও। বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। কলকাতায় বস্তিবাসীদের জন্য তৈরি করা হবে পাকাবাড়ি। এককথায়, দলের ইশতাহারে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়াশিবির।
Be the first to comment