মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে রাজ্যের তিন বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা এবং এ রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশের বৈঠক হয়। বৈঠক হয় দিল্লিতে নাড্ডার বাড়িতেই। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিস্থিতি। বৈঠকে কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেন। তাঁদের বক্তব্য মূলত দুটি।
প্রথমত, এ রাজ্যে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে আসতে চাইছেন, রাষ্ট্রপতি শাসন জারি থাকলে তাঁরা সেটা নির্ভয়ে করতে পারবেন। পুলিশ তাঁদের কোনও কেস দিতে পারবে না।
দ্বিতীয়ত, রাষ্ট্রপতি শাসন থাকলে এ রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলকে সাহায্য করতে পারবে না, তারা বিজেপিকেই সাহায্য করবে। তখন তা এ রাজ্যে সরকারে আসার ক্ষেত্রে বিজেপির পক্ষে বেশ বড় একটা সুবিধাজনক পরিস্থিতি হয়ে উঠবে।
নাড্ডার বাড়িতে আলোচনার মূল অভিমুখ ছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের আগে বাকি কমাস রাজ্য বিজেপির আন্দোলনের সমস্ত অভিমুখ হবে এ রাজ্যের আইনশৃঙ্খললার পরিস্থিতি।
Be the first to comment