বিধানসভা ভোটের জন্য এখন থেকেই রাজ্যে সর্বভারতীয় নেতাদের পাঠিয়ে শক্তি বৃদ্ধি শুরু করল বিজেপি। সুনিল দেওধার, অমিত মালব্যার মতো সর্বভারতীয় এবং প্রভাবশালী নেতারা এখন থেকেই এ রাজ্যে বিজেপির ভোটের প্রস্তুতি চালিয়ে যাবেন। সেই উপলক্ষে আজ সন্ধ্যায় বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন সর্বভারতীয় বিজেপি নেতারা। অমিত মালব্য, সুনিল দেওধার ছাড়াও উপস্থিত থাকার কথা অন্য শীর্ষ নেতাদের।
রাজ্যের তরফে সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্যান্য শীর্ষ নেতারাও বৈঠকে হাজির থাকবেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাজ্যে আসেন। তিনি মূলত ভোটের দিকে লক্ষ্য রেখেই জোর দিতে বলেছিলেন সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। যেখানে যত সাংগঠনিক ক্ষেত্রে ত্রুটি রয়েছে তা নিষ্পত্তি করতে বলা হয়েছিল।সাংগঠনিক কাজ কর্ম চালানোর জন্য গোটা রাজ্যকে পাঁচ ভাগে ভাগ করেছে দল। এই এক একটি ভাগের দায়িত্বে থাকবেন দলের সর্বভারতীয় পাঁচ নেতা। এই বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি বিনাশ করতে যাবতীয় প্রাথমিক সিদ্ধান্ত নেবেন ওই নেতারা।
Be the first to comment