বিজেপি বিধায়ক দুলাল বরকে একদিনের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর স্পিকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দুই দলীয় বিধায়ক জুয়েল মুর্মু ও নীরজ তামাং জিম্বাকে নিয়ে অবস্থানে বসেন বাগদার বিধায়ক দুলাল বর।
সোমবার বিধানসভার অধিবেশন শুরুর আগে বনগাঁর বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা প্রসঙ্গ তুলতে বিধায়কদের নিষেধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু অধিবেশনের প্রথমার্ধে অধ্যক্ষের নিষেধ অগ্রাহ্য করেন দুলালবাবু। বিশ্বজিৎ দাসের উপর হামলার প্রসঙ্গ তোলেন তিনি। এরপরই তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। এরপর বিধানসভায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অধ্যক্ষ দুলাল বরকে বের করে দেওয়ার জন্য মার্শালকে নির্দেশ দেন। জানানো হয় সারাদিনের জন্যই বিধানসভা থেকে বরখাস্ত করা হলো অভিযুক্ত বিজেপি বিধায়ককে।
এদিকে সাসপেনশনের প্রতিবাদে হবিবপুরের বিধায়ক বিধায়ক জুয়েল মুর্মু ও দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরজ তামাং জিম্বাকে সঙ্গে নিয়ে বিধানসভার গেটের সামনে অবস্থানে বসেন দুলালবাবু।
Be the first to comment