
রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবারও বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি। এদিন শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার বাইরে রাজ্য সরকারের নীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি বিধায়করা প্রতিবাদ দেখান।
মঙ্গলবার বিধানসভা কক্ষে কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এই অভিযোগে শুভেন্দু-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এমনকী মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের দিনও বাইরে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী-সহ অনান্য বিজেপি বিধায়ক। এদিনও বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই বিজেপি বিধায়করা বিধানসভার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তাদের হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ডও ছিল।
বিজেপি বিধায়কদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার হিন্দু-বিরোধী নীতিতে কাজ করছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে সংখ্যাগরিষ্ঠ জনগণকে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপি বিধায়করা গান গেয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
Be the first to comment