আসন্ন চার পুরসভার ভোটেও পদ্মের প্রচার তারকাহীনই থাকছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যে তথা দেশে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার প্রেক্ষিতে সফর ঘোষণা করেও তা বাতিল করে দিয়েছেন নড্ডা এবং শাহ।
সম্প্রতি কলকাতায় রাজ্য বিজেপি-র নতুন কমিটির সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। সেখানেই তিনি জানিয়েছিলেন, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় সফর করবেন নড্ডা। এর পরে জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন শাহ। কয়েকদিন আগেই নড্ডা জানিয়ে দিয়েছেন তাঁর কর্মসূচি বাতিল। এর পরে রাজ্য বিজেপি-র আশা ছিল শিলিগুড়ি পুরভোটের আগে শাহর সফর হবে উত্তরবঙ্গে।
তবে বিজেপি সূত্রে খবর, শেষবেলায় শাহও জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা সফর বাতিল করছেন। পরিস্থিতির কোনও নাটকীয় বদল না হলে শাহের সফর যে বাতিল হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। আগামী দু-এক দিনের মধ্যেই রাজ্য বিজেপি সে খবর প্রকাশ্যে জানিয়ে দিতে পারে। পর পর নড্ডা ও শাহ সফর বাতিল করলেও রাজ্য বিজেপি-র দাবি, বাংলার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের নেতৃত্বই এই দুই কর্মসূচি বাতিল করার কথা ঠিক করেছে।
Be the first to comment