বিজেপির নবান্ন অভিযানে পুলিশ অফিসারকে মারধরের ঘটনায় দত্তপুকুর থেকে গ্রেপ্তার আরও ৩

Spread the love

বিজেপির নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশের অ্যাসিন্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হল। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়ে তিনজন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অসীম দেব, গণেশ বাউলি, শশাঙ্ক সরকার। আজ তাদের আদালতে পেশ করা হবে। এই তিনজনের রাজনৈতিক পরিচয় নিয়ে অবশ্য এখনও ধন্দে পুলিশ। এনিয়ে এই ঘটনায় মোট ৯ জন গ্রেপ্তার হল। এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরতি এসএসকেএম হাসপাতালে। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে শহরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি কর্মী, সমর্থকদের বিক্ষোভ রুখতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের মারধরের মাঝে হাত ভাঙে কলকাতা পুলিশের অ্যাসিন্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা শহরে। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, কার্যত ‘হুলিগান’-এর চেহারায় সেদিন অবতীর্ণ হয়েছিল গেরুয়া ব্রিগেড।

এই ঘটনার পর অবশ্য ধরপাকড় শুরু করে পুলিশ। শুক্রবার মাঝরাতে দত্তপুকুর থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে ধরা পড়ে তিনজন। দত্তপুকুরে নিজেদের এলাকাতেই গা ঢাকা দিয়েছিল তারা। তবে স্থানীয় পুলিশের সহায়তায় কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। শশাঙ্ক, অসীম ও গণেশের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আনা হবে। বারাসত আদালতে তাঁদের পেশ করার পর কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে চাইতে পারে। ধৃতদের রাজনৈতিক পরিচয়, কাদের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল তারা, সেসব জানতে চায় পুলিশ। এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায়  এনিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*