বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় গ্রেফতার ৮

Spread the love

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার ৮ জন। ঘটনার ভিডিয়ো দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে গ্রেফতার করা হয় সাত জনকে। ধৃতদের মধ্যে একজনের নাম দীপ সরকার। ভিডিয়োতে তাঁকে লাইটার হাতে পুলিশের পিসিআর ভ্যানের সিটের নীচে আগুন ধরাতে দেখা গিয়েছে। পুলিশের এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার হয়েছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

বিজেপির নবান্ন অভিযানে হাওড়া, সাঁতরাগাছি রণক্ষেত্রের চেহারা নেয়। কিন্তু সব উত্তেজনাকে ছাপিয়ে যায় এমজি রোডের ঘটনা। বিক্ষোভকারীরা রাস্তা ধরে এগনোর চেষ্টা করেছিলেন। পথ আটকেছিল পুলিশ। আর পাঁচ জায়গার মতো পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। এই পরিস্থিতিতে পুলিশের ওপরই সব ক্ষোভ উগরে পড়ে বিক্ষোভকারীদের।

রাস্তার ধারে দাঁড়িয়েছিল পুলিশের একটি পিসিআর ভ্যান। অভিযোগ, সেই গাড়িতে প্রথমে ভাঙচুর করা হয়। এরপর দেখা যায়, এক দল উন্মত্ত জনতা গাড়ির ওপর ওঠে লাফাতে থাকেন। তারপর লাইটার দিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে আগুন ধরিয়ে দেয়। বোতলে পেট্রোল এনে ঢালা হয়। মুহূর্তের মধ্যেই গোটা গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। গাড়িতে রাখা ছিল কলকাতা পুলিশের একটি টুপি। তাতেও আগুন ধরানো হয়।

এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়। শুরু হয় অন্য রাজনৈতিক বিতর্ক। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ভিড়ের মধ্যে মিশে থেকে তৃণমূল কর্মীরাই এই কাজ করেছেন। তৃণমূলের তরফ থেকে অভিযুক্তদের একজনের সঙ্গে নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ্যে এনে এটা প্রমাণ করার চেষ্টা চলে, অভিযুক্তরা বিজেপিরই লোক। ঘটনার ভিডিয়ো দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপর শুরু হয় ধরপাকড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*