রবিবার দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির নতুন দলীয় সদর দফতরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়কড়ি সহ দলের শীর্ষ নেতৃত্ব। এদিন ভুমি পুজোর মধ্যে দিয়ে নতুন অফিসের পথচলা শুরু হয়।
নতুন ভবনটিকে এককথায় কর্পোরেট অফিস বলা চলে। আধুনিক সমস্ত রকম সুযোগসুবিধা রয়েছে সেখানে। থাকছে অডিটোরিয়াম, বৈঠকের জন্য বিশেষ ঘর, স্টুডিও ও দলীয় নেতাদের আলাদা আলাদা অফিস। আছে বইপত্রের জন্য লাইব্রেরিও।
প্রসঙ্গত, গতবছর দিল্লির বাইরে দলীয় কার্যালয় স্থানান্তরিত করতে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই নতুন ভবন নির্মাণ শুরু করে বিজেপি। আগামী সপ্তাহ থেকেই নতুন ঠিকানা পেতে চলেছে তারা।
Be the first to comment