পার্থ-কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললো বিজেপি, বাংলাদেশ যোগের সম্ভাবনা নিয়ে নয়া জল্পনা উসকে দিলেন দিলীপ

Spread the love

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুললো বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়েও তৃণমূল সুপ্রিমো মুখ না খোলায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি গোটা ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগ থাকার ইঙ্গিত দিয়েছেন ৷

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধারের ঘটনার পর থেকে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনা তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে। শনিবারই এর থেকে দায় ঝেড়ে ফেলে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে যে, কেউ দোষী প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ যদিও এই কথায় ভুলছে না বিরোধীরা ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছে পদ্ম শিবির ৷

বিজেপি নেতা অমিত মালব্য অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদের ছবি টুইট করে লিখেছেন, তাঁর আস্থাভাজন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর গ্রেফতার ও তাঁর বাসভবন থেকে পাহাড়-প্রমাণ নগদ উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা থেকে মনে হচ্ছে তিনি বধির হয়ে গিয়েছেন । তিনি নিশ্চয়ই তাঁর অনিয়ন্ত্রিত অহংকারের জন্য চিৎকার করছেন, কারণ তাঁর খলনায়িকার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করেছে…

তবে পার্থ চট্টোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ও মোনালিসা দাসের নাম নিয়ে শোরগোলের মাঝেই এর পেছনে নতুন জল্পনা উসকে দিয়েছেন দিলীপ ঘোষ তাঁর দাবি, এসএসসি দুর্নীতির শিকড় অনেক গভীরে ৷ দিলীপ ঘোষ টুইটে লিখেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৩টি ফ্ল্যাট ও ২১কোটি টাকা পাওয়া গেছে ৷

অপরদিকে অধ্যাপিকা মোনালিসা দাসের নামে ১০টি ফ্ল্যাট রয়েছে শান্তিনিকেতনে ৷ অধ্যাপিকা বারবার বাংলাদেশে যান, সেখানে একাধিক মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ৷

আবার অর্পিতার ঘর থেকে উদ্ধার হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া ব্যাগ ৷ এই এসএসসি দুর্নীতির শিকড় বহু গভীরে ছড়িয়ে আছে ৷ আশ্চর্য হব না যদি দেখি দুর্নীতির টাকা জেহাদি পুষতে খরচ হয়েছে বা হাওলায় বাংলাদেশ গেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*