মুখোশ খুলেছে বিজেপির, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম রায়ের পর মন্তব্য বিরোধীদের

Spread the love

খেলা শেষ বিজেপির ৷ আস্থা ভোটে জিতবেন তাঁরাই ৷ বুধবার সু্প্রিম কোর্টের রায়ের পর একথাই বললেন সোনিয়া গান্ধী ৷ রায়কে সম্পূর্ণ সমর্থন করে তিনি সাংবাদিকদের জানান, এখন শুধু আগামীকালের অপেক্ষা ৷

একইভাবে সুপ্রিম কোর্টের রায়ে খুশি NCP ৷ দলের সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে লেখেন , আমি সু্প্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ ৷ গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক নীতি বজায় রেখেছে এই পদক্ষেপ ৷ সংবিধান দিবসে মহারাষ্ট্রের আস্থা ভোটের রায় ঘোষণা হল ৷ এটি আম্বেদকরের প্রতি শ্রদ্ধা ‘।

আস্থাভোটের রায়ে সন্তুষ্ট কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণও ৷ তাঁর দাবি আস্থা ভোটেই খুলবে বিজেপির মুখোশ ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় তিন দলের (শিবসেনা , NCP ও কংগ্রেস) বৃহত্তম জোট রয়েছে ৷ শিবসেনা , NCP ও কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট ৷ সংবিধান দিবসে সংবিধানের সম্মান রেখেছে সু্প্রিম কোর্ট ৷

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজনৈতিক মহলে নানা মতামত তৈরি করেছিল ৷ শেষ মুহূর্তে বিজেপির সিদ্ধান্তে রাতারাতি পাল্টে যায় মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ ৷ ২৩ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় NCP- কংগ্রেস- শিবসেনা ৷ আজ সকালে রায়ে সু্প্রিম কোর্ট জানিয়ে দেয় আগামী কাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট ৷

রায় ঘোষণার পরই গেরুয়া শিবিরকে আক্রমণ করে শিবসেনা। প্রয়োজনীয় সংখ্যা রয়েছে বলে আপনারা যদি আত্মবিশ্বাসী হন তবে আস্থা ভোট থেকে পালাচ্ছেন কেন? বিজেপিকে প্রশ্ন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ৷

NCP নেতা নবাব মালিক মন্তব্য করেন , বিজেপির খেলা শেষ ৷ সুপ্রিম কোর্টের এই রায় একটি মাইল স্টোন ৷ আগামীকাল আস্থাভোটের পর কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করবে NCP-কংগ্রেস-শিবসেনা ৷ তিনি টুইট করেন , ‘সত্যের জয় ৷ BJP-র খেলা শেষ ৷ ‘

আস্থাভোট কি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আনবে? আজ সু্প্রিম-রায়ের পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে যান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শুরু হয় দলের বৈঠক ৷ বৈঠক চলে ১ ঘণ্টা ১৫ মিনিট ৷ তারপরেই অজিত পাওয়ার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন ৷ আজ বিকেল ৫টায় বৈঠক ডেকেছে শিবসেনা-NCP-কংগ্রেস ৷ সেখানে উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে ৷ রাত ৯টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৈঠক বিজেপির ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*