শ্যামবাজার CESC অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির ৷ উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ বিজেপির দাবি, অবিলম্বে তিন মাসের বিদ্যুৎবিল মকুব করতে হবে। খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ৷
জয়প্রকাশ মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, লকডাউনের সময় বিজেপি রাস্তায় নামতে পারবে না । এই সুযোগে তৃণমূলের তহবিল তৈরি করার জন্য CESC-এর মাধ্যমে সাধারণ মানুষের উপর বর্ধিত বিলের বোঝা চাপিয়েছে । লকডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকটাই অসুবিধা হয়েছে। কিন্তু, সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে কারণ বিজেপি একমাত্র তাদের পাশে আছে। আমাদের দাবি, অবিলম্বে বর্ধিত তিন মাস বিদ্যুৎ বিল মকুব করতে হবে। CESC-এর শুধু গোল গোল কথা বললে হবে না। বর্ধিত বিলের টাকা রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হবে।
Be the first to comment