প্রার্থী তালিকা ঘোষণা হতেই জায়গায় জায়গায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা। সিঙ্গুরে যেমন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা। তেমনই উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে প্রার্থী করায় দলীয় সিদ্ধান্তকে ভুল বলেও দাবি করলেন ক্ষুব্ধ বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য।
অন্যদিকে চূঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করতেই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন বিজেপির প্রাক্তন হুগলি জেলা সভাপতি সুবীর নাগ। ফেসবুকে তিনি লিখেছেন, “প্রতারিত। দল থেকে, রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।” এর পাশাপাশি, সপ্তগ্রামের তৃণমূল নেতা দেবব্রত বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধেও পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, “ধিক্কার। খুনি, তোলাবাজ, জমি মাফিয়া দেবব্রত বিশ্বাসকে বিজেপিতে নেওয়া যাবে না।”
Be the first to comment