পেট্রোপণ্যে VAT কমানোর দাবিতে বিজেপির মিছিল ঘিরে রাজপথে ধুন্ধুমার

Spread the love

পেট্রোপণ্যের উপর VAT ছাড় দিতে হবে রাজ্যকে, এই দাবি জানিয়ে এবার পথে নামল রাজ্য বিজেপি। সোমবার রাজ্য বিজেপির সদর দফতর থেকে এই দাবিতে মিছিল করার কথা ছিল। কিন্তু, মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল অগ্রসর হওয়ার চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। এই মুহূর্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে মুরলীধর সেন লেনে। মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, জয়প্রকাশ মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা।

এদিন ব্যরিকেড করে আটকে দেওয়া হয় মিছিল। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। এদিন সুকান্ত মজুমদার বলেন, বিজেপিকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। তাই আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। আমাদের আটকানোর বদলে রাজ্যের পেট্রল ডিজেলের উপর VAT কমানো উচিত।’ এদিকে শুভেন্দু অধিকারী বলেন, ‘ রাজ্যের শুল্ক ছাড়ের কথা ঘোষণা করার পরেই একাধিক NDA শাসিত রাজ্যগুলি পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে। কিন্তু, বাংলার সরকার কোনও পদক্ষেপ নেয়নি।’দিলীপ ঘোষ বলেন, ‘কেন পেট্রল-ডিজেলের দাম কমানোর জন্য কোনও পদক্ষেপ নিচ্ছে না রাজ্য? আগে প্রতিবাদ করলেও কেন এখন চুপ রাজ্য সরকার?’

এদিন মিছিলের অনুমতি না দেওয়া প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, ‘কিছু আগে একজন তৃণমূলের একজন কালারফুল নেতা প্রতিবাদ করছিলেন, তখন করোনা ছিল না। এখন যখন বিজেপি প্রতিবাদ করতে চাইছে তখনই যত করোনার দোহাই দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, দীপাবলির আগেই সাধারণ মানুষকে ‘উপহার’ দিয়েছিল কেন্দ্র। পেট্রল-ডিজলের উপর এক্সাইজ ডিউটিতে দেওয়া হয় ছাড়। পেট্রলের দাম কমে ৫ টাকা এবং ডিজেলের ১০ টাকা। রাজ্যগুলিকেও পেট্রোপণ্যের উপর VAT ছাড় দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদ্বীপ সিং পুরী।

তিনি বলেছিলেন, ‘উৎসবের সময় সাধরণ মানুষকে উপহার দেওয়ার জন্য রাজ্যগুলি পেট্রল-ডিজেলের উপর VAT কমানোর কথা ভাবতে পারেন।’ এই দাবিতে সাড়া দিয়ে অসম, ত্রিপুরা, পঞ্জাব সহ বেশ কিছু রাজ্য পেট্রোপণ্যে VAT ছাড় দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও VAT ছাড় দিক এবার এই দাবিতে পথে নেমেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*