রথযাত্রা নিয়ে জটিলতা অব্যাহত, আবারও আদালতের দারস্থ হতে পারে বিজেপি!

Spread the love

রথযাত্রা নিয়ে জটিলতা অব্যাহত। প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে রাজ্য বিজেপির। ৪২ দিনের রথযাত্রা কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য। পরিবর্তে ১৪ দিনের মধ্যে যাত্রা শেষ করতে বলা হবে। এমনটাই সূত্রের খবর।

২৫ ডিসেম্বর থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসবের মরশুম। তাই সেই সময় রথযাত্রা করা যাবে না বলে আপত্তি জানিয়েছে রাজ্য। এছাড়া আসন্ন গঙ্গাসাগর মেলার সময়ও রথযাত্রা করা নিয়ে আপত্তি করেছে প্রশাসনের। স্পর্শকাতর এলাকায় যাত্রায় প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে না বলেই নবান্ন সূত্রে খবর। প্রশাসনের পক্ষ থেকে বিজেপিকে এই বিষয়গুলি জানিয়ে দেওয়ার সম্ভাবনা শনিবারই।

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, রাজ্য প্রশাসনের চিঠি হাতে পাওয়ার পরে দিল্লি থেকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। এরপরই রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার নির্দেশ পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ সরকারকে জানাবে রাজ্য বিজেপি।

প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি এমনটাই সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*