দেশের মধ্যে সবথেকে ধনী রাজনৈতিক দল বিজেপি৷ সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে৷ জানা গিয়েছে, ২০১৬-১৭ আর্থিকবর্ষে বিজেপি দলের আয়ের পরিমাণ প্রায় ১০৩৪ কোটি টাকা৷ যা গত বছরের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেশি৷ ২০১৬-১৭ সালে কংগ্রেস, বিএসপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই এবং এনসিপি-র যৌথ আয়ের দ্বিগুণ আয় করেছে বিজেপি৷ আর দ্বিতীয় স্থানেই রয়েছে কংগ্রেস৷ তবে, বিজেপির তুলনায় কংগ্রেসের আয়ের পরিমাণ অনেকটাই কম৷ রিপোর্ট প্রকাশ পেয়েছে, ২০১৬-১৭ আর্থিক বছরে কংগ্রেসের আয়ের পরিমাণ প্রায় ২২৫.৩৬ কোটি টাকা ৷
প্রসঙ্গত, বিজেপির মোট আয়ের ৯৯৭ কোটি টাকা এসেছে স্বেচ্ছা অনুদান থেকে৷ অপরদিকে, কংগ্রেসের আয়ের বেশিরভাগটাই এসেছে ১১৫.৬ কোটি টাকা থেকে৷ দলের মোট আয়ের হিসেব জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত বছরের ৩০ অক্টোবর৷ কিন্তু বিজেপি সেই হিসেব জমা দিয়েছে নির্ধারিত দিনের থেকে ৯৯ দিন পরে৷ অপরদিকে, কংগ্রেস সমস্ত হিসেবের নথিপত্র জমা দিয়েছে নির্ধারিত দিনের ১৩৯ দিন পরে৷
Be the first to comment