কলকাতা-হাওড়ার ভোটে মেয়র-পদপ্রার্থী ঘোষণা করবে না বিজেপি

Spread the love

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী মুখ ছিল না। নির্বাচনে হেরে যাওয়ার পর এবার সামনের কলকাতা এবং হাওড়ার পৌরনিগমেও মেয়রের পদের জন্য কোনও বিশেষ মুখ থাকবে না গেরুয়া শিবিরে। বিধানসভা মডেলই পৌরনিগম নির্বাচনেও লড়াই করার ভাবনা বিজেপির। যদিও রাজ্য নেতৃত্বর ধারণা, বিধানসভায় সাফল্য না এলেও পৌরনিগম নির্বাচনে সেই সাফল্য আসবে ৷ তাই কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ সবক’টি পৌরনিগম নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাড়াই লড়াই করার সিদ্ধান্ত নিল বিজেপি।

বিজেপি সূত্রে খবর, হাওড়া ও কলকাতা পৌরনিগম নিয়ে বিজেপি একটি সাংগঠনিক বৈঠক করেছে। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। সেখানে ঠিক হয় যে বিজেপি মেয়র পদপ্রার্থী হিসাবে কাউকেই তুলে ধরবে না। তবে কলকাতা পৌরনিগম নির্বাচনে বিজেপির দুই জয়ী কাউন্সিলর বিজয় ওঝা ও মিনাদেবী পুরোহিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপি একটি কমিটি তৈরি করেছে । সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপি রাজ্যে বিরোধী দল। তাই আমরা সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে লড়াই করব। তবে বিজেপির স্ট্যান্ড এটাই যে বিজেপি পৌরনিগম নির্বাচনে কাউকে মেয়র পদপ্রার্থী করে লড়াইয়ে নামবে না। কলকাতা বা হাওড়া পৌরনিগমে বিজেপির বোর্ড তৈরি হলে তার পরই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মূলত, পৌরনিগম নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে যাতে কোনও ঝামেলা তৈরি না হয়। তার জন্য বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, বিজেপি রাজ্যে বিরোধী দল। সেই জায়গাটা ধরে রাখতে ১০০টি ওয়ার্ডে জয়লাভ করার টার্গেট নিয়ে ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির দাবি, সর্বভারতীয় দল হিসেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য নেতৃত্ব বসে মেয়র কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*