বিজেপির ডাকা বাংলা বনধে সকাল থেকেই শুরু অশান্তি, কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ পিকেট

Spread the love
ইসলামপুরে দুই ছাত্র হত্যা নিয়ে বিজেপির ডাকা বাংলা বনধে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি। শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং, ডায়মন্ডহারাবার, সহ একাধিক স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। হাওড়ার ফুলেশ্বর, বাগানান, হুগলির কোন্নগর, গুপ্তিপাড়ায় সকাল থেকেই অবরোধ শুরু করে বনধ সমর্থকরা। ফলে জেলা থেকে কলকাতা পৌঁছনোর লাইফলাইনই স্তব্ধ। হাওড়া পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লোকাল এবং দূরপাল্লার ট্রেন। বেলুড়ে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাকডায়মন্ড এক্সপ্রেস। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায়ও বন্ধ ট্রেন চলাচল। অবরোধ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগর, কাকিনাড়া, জগদ্দল সহ বিভিন্ন জায়গায়। মেদিনীপুরে বাসে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। হাওড়া ময়দানেও সরকারি বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা।
শহর কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সকাল থেকে মোতায়েন বিরাট পুলিশবাহিনী। গোটা কলকাতা শহরে ৪২৭ টি পুলিশ পিকেট করা হয়েছে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত শহরে কোনও গণ্ডগোলের খবর নেই। হাজরা মোড় থেকে একটি মিছিল শুরুর কথা রয়েছে। কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, জনজীবন যাতে স্বাভাবিক থাকে সে জন্য লাল বাজারের শীর্ষ আধিকারিকরা সকাল থেকেই রাস্তায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*