স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলতে গিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। বিজেপির অভিযোগ, তৃণমূলের আক্রমণে খুন হয়েছেন খানাকুলের ২৪৬ নম্বর বুথের কার্যকর্তা সুদর্শন প্রামানিক।
ঘটনায় মন্ডল সাধারণ সম্পাদক স্মরজিৎ সামন্ত গুরুতর জখম হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মী মৃত্যুর পর খানাকুলে উত্তজেনা ছড়িয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শনিবার হুগলির খানাকুলের দৌলতাচক গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা তোলার জন্য জড় হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই ঘটনাটি ঘটে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “আমাদের দলের কর্মীরা যখন জাতীয় পতাকা তোলার জন্য হাজির হয়েছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে। দুষ্কৃতীরা আমাদের বুথের কার্যকর্তা সুদর্শন প্রামানিককে খুন করেছে। তাছাড়া আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি আছেন।”
Be the first to comment